Pages

Download Quran Software in bangla

Posted by Rashe on 06:46
Download Islamic Quran Software ZEKR - A Free & Open Source Softwere of Quran.Translation of Quran in Bangla Language.Read and Listen Al Quran using this software.The complete Holy Quran in Bangla for Your PC.
Full Featured Qur'an Made For Windows
Zekr Qur'an was made with coding made for Windows, giving it the feel of any other Windows application. It is fully featured with advanced searching, navigation, recitation, and commentary.
Fully Customizable
The backbone of Zekr is very generic, allowing customization in many ways. Customize the language, translation, recitation, commentary, and theme. Make Zekr perfect for you.
Free & Open Source
The Zekr project stands by the following principle: Never Profit Off The Prophet. All programs are and will always be Free and Open Source. That means that anyone can see and contribute to developing Zekr.





টিউটোরিয়াল

১.-প্রথমে-এই লিংক থেকে-৭.৭ মেগাবাইটের সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। (এটি একটি ফ্রিওয়্যার তাই সিরিয়ালের দরকার নেই)
২. এই লিংক এ ক্লিক-করেবাংলা অনুবাদের ফাইলটি (muhiuddinkhan.trans.zip) সরাসরি ডাউনলোড করুন। তর্জমাটি মাওলানা মুহিউদ্দীন খানের করা, যিনি-মারেফুল কোরআন-(বাদশাহ-ফাহাদের পৃষ্ঠপোষকতায় সৌদি সরকার কর্তৃক হাজীদের সরবরাহকৃত বিখ্যাত তাফসির) এর অনুবাদক। কেউ অন্য ভাষার তর্জমা চাইলে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন।
৩.-আপনার পিসিতে-সোলায়মান লিপি-বা যেকোন ইউনিকোড বাংলা ফন্ট ইন্সটল থাকতে হবে। না থাকলে-এখান থেকে ডাউনলোড করে নিন। তারপর-কন্ট্রোল-প্যানেলথেকে-ফন্ট-ফোল্ডারে পেস্ট করুন।
[সফটওয়্যারটি চালাতে জাভা রানটাইম ইনভায়রমেন্ট দরকার, যদি পিসিতে না থেকে থাকে তবে-এখান থেকে জাভা ডাউনলোড করেইন্সটল করে নিন]
৪.এবার সফটওয়্যারটি চালু করে নিচের স্ক্রিণশট অনুসরণ করুন। প্রথমে-Tools>Add>Translation-এ ক্লিক করুন।










৫.বাংলা অনুবাদের-muhiuddinkhan.trans.zip-ফাইলটি হার্ডডিস্ক থেকে সিলেক্ট করে-Open-এ ক্লিক করুন।














৬. Me only-রেডিও বাটনে টিক দিয়ে-OK-করুন।










৭.কনর্ফামেশন মেসেজ আসবে OK-করুন।








৮.এবার-View > Translation > [bn] মাওলানা মুহিউদ্দীন খান-এ ক্লিক করুন। বাংলা আসবে।







পর্দায় যে বাংলা দেখা যাচ্ছে-তা-ক্রিস্টাল ক্লিয়ার নয়। আমরা এখন-সোলায়মান লিপি-ফন্ট সিলেক্ট করবো যাতে ঝকঝকে বাংলা পেতে পারি। এজন্য-
৯.Tools-থেকে-Options-এ ক্লিক করুন। এখান থেকে-View-এ ক্লিক করুন, নিচের স্ক্রিণশটের মত পাবেন-


















১০. trans_bn_fontName-এর ঘরে-SolaimanLipi-টাইপ করুন, তারপর একটি কমা (,) দিন যেমন স্ক্রিণশটে দেখানো হয়েছে।Apply-করে-OK-করুন। পেয়ে গেলেন ক্রিস্টাল বাংলা!



সার্চ করার কৌশল

ধরুন আপনি কোরআন শরীফের “তওবা” শব্দটি কোথায় আছে জানতে চাইছেন। তাহলে বামদিকের Search বা-Advanced বক্স-থেকে বাংলায় টাইপ করুন-তওবা-তারপর-Search-বাটনে ক্লিক করুন।














দেখুন-তওবা-সম্পর্কিত সকল তথ্য এসে গেছে আয়াত নং সহ!














কেউ যদি-অনলাইনে-তেলাওয়াত শুনতে চান তবে-Audio > Recitation-থেকে ক্বারীর নাম সিলেক্ট করুন (আপনার ইন্টারনেট সংযোগ কত গতির সে অনুসারে সিলেক্ট করে নেবনে)












যারা_অফলাইনে_শুনতে চান, তারা_পুরো অডিও (Recitation) প্যাকেজটি-ডাউনলোড করে নিন এখান থেকে
--------------------------------------


Kindly Bookmark and Share it:

0 comments:

Post a Comment

 

About


Assalamualaikum.Thanks for reading this blog.You can Find me on  Facebook ,  Google Plus    .You can also contact me 

Join me on Google+

Share